হোম > ছাপা সংস্করণ

ভেড়ামারায় নৌকার টিকিট পেলেন যাঁরা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ আগামী ১১ নভেম্বর। ইতিমধ্যে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছ আওয়ামী লীগ। গত শনিবার কেন্দ্রীয় দলটির মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা থেকে জানা যায়, দলীয় যাচাই-বাছাই শেষে এবার ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ছয়জনকে নৌকার টিকিট দিয়েছে আওয়ামী লীগ। তারা হলেন, ধরমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহাবুল আলম লালু, বাহিরচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোছা. রওশন আরা বেগম, জুনিয়াদহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. শওকত আলী, মোকারিমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আব্দুস সামাদ, বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সোহেল রানা এবং চাঁদগ্রাম ইউনিয়নে মো. বুলবুল কবির।

নির্বাচনের সার্বিক বিষয়ে জানতে চাইলে ভেড়ামারা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. ফাতেমা খাতুন বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ অক্টোবর। তিনি জানান, ২০ অক্টোবর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, আপিল নিষ্পত্তি ও প্রার্থিতা প্রত্যাহার সময়সীমা ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে আগামী ২৭ অক্টোবর।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ