হোম > ছাপা সংস্করণ

বাসচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে কামরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নেন্টু মিয়া (৫০) নামে আরেক মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।

নিহত কামরুল যশোর শহরের নাজির শংকরপুর এলাকার ছাদেক দারোগার মোড়ের নওসের আলীর ছেলে। আহত নেন্টু মিয়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের পশ্চিমপাড়ার আফতাব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলযোগে কামরুল ইসলাম ও নেন্টু মিয়া চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। দর্শনা বাসস্ট্যান্ডের কাছে তেঁতুলতলায় পৌঁছালে পাশাপাশি হওয়ায় দুই মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে কামরুল রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় চুয়াডাঙ্গাগামী শাপলা পরিবহনের ‘এমকে দোয়েল’ নামে একটি বাসের চাকায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা আহত নেন্টুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।

দর্শনা থানার ওসি লুৎফুল কবীর বলেন, দুই মোটরসাইকেলের ধাক্কায় চালক কামরুল ইসলাম পড়ে যান। এ সময় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয়। লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ