ইউক্রেনে রকেট হামলায় নিহত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত নাবিক হাদিসুরের বাড়িতে স্বজনদের সমবেদনা জানাতে আসেন বরগুনা পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর মল্লিক।
গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় বরগুনার বেতাগী উপজেলার কদমতলা গ্রামে হাদিসুরের বাড়িতে যান পুলিশ সুপার। এ সময় হাদিসুরের চাচা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান ও হাদিসুরের বড় বোন সিনিয়র স্টাফ নার্স সানজিদা বেগমসহ অন্য স্বজনদের সঙ্গে কথা বলেন।
পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক বলেন, ‘এ মর্মান্তিক মৃত্যুর শোক জানানোর ভাষা আমার জানা নেই। তবুও রাষ্ট্রের একজন সেবক হিসেবে ও মানবতার টানে এখানে এসেছি। পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত ও অব্যাহত থাকবে।’
এ সময় বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম হাওলাদার, স্থানীয় সিনিয়র গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।