কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ১ কেজি গাঁজাসহ মো. লিটন হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাকচি সাতপাখিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার লিটন ওই এলাকার মৃত আকুব্বরের ছেলে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, লিটনের বিরুদ্ধে মামলা করেছে র্যাব। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।