চারঘাটে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জুয়েল রানা (৩১) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার ওই শিশুর বাবা বাদী হয়ে চারঘাট মডেল থানায় মামলা করেন।
অভিযুক্ত জুয়েল রানা উপজেলার ইউসুফপুর ইউনিয়নের কারিগরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি এক মেয়ের বাবা। মামলার পরপরই তাঁকে আটক করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে ওই শিশুর বাবা-মা শিশুটিকে দাদির কাছে রেখে নাটোরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। শিশুটি সন্ধ্যার দিকে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফিরছিল। তখন জুয়েল রানা তাঁর পথ আটকে বিস্কুট খেতে ১০ টাকা দেবে বলে পাশের নির্মাণাধীন এক বাড়িতে নিয়ে যান। পরে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে সটকে পড়েন জুয়েল। পরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে শিশুটি ও তার পরিবার।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ওই শিশুর বাবা থানায় মামলা করেছেন। অভিযুক্ত জুয়েলকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।