ঝালকাঠি জেলায় ২০২২ সালের শিক্ষার্থীদের বিনা মূল্যে বিতরণের জন্য পাঠ্য বই আসতে শুরু করেছে। গত সোমবার পর্যন্ত প্রাথমিক স্তরে ১ লাখ ৫০ হাজার ৮৮৪টি বই জেলার ৪টি উপজেলায় পৌঁছে গেছে।
মাধ্যমিক স্তরের বই মুদ্রণ শেষ করে পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে বলে জানা গেছে। বই মুদ্রণকারী প্রতিষ্ঠান চাহিদার ভিত্তিতে উপজেলা পর্যায়ে সরাসরি পৌঁছে দিচ্ছে। মাধ্যমিক স্তরের আওতায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৭ লাখ ৭৪ হাজার ৫০৮টি বই, মাদ্রাসা প্রতিষ্ঠানের দাখিল শিক্ষার্থীদের জন্য ৩ লাখ ২ হাজার ৯৮৯টি বই, ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্য ১ লাখ ৮৯ হাজার ৮৬২টি বই, কারিগরি ট্রেডের শিক্ষার্থীদের ৫ হাজার ৩৫১টি বই, এসএসসি কারিগরি বোর্ডের ২৬ হাজার ১৫৮টি বই ও দাখিল কারিগরি বোর্ডের ৩ হাজার ৬৪০টি বইয়ের চাহিদা রয়েছে। প্রাথমিক স্তরে জেলায় প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ৪১ হাজার ৫২৩টি বই, দ্বিতীয় শ্রেণির ৪১ হাজার ৬৯৪টি বই, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৮২ হাজার ৪৫৮টি বই, চতুর্থ শ্রেণির ৮২ হাজার ৮৪২টি বই ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৭৯ হাজার ১৩৪টি বইয়ের চাহিদা রয়েছে।