হোম > ছাপা সংস্করণ

ছয় দিন পর শিক্ষার্থীদের টিকাদান আবার শুরু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল সদর উপজেলায় ছয় দিন পর গত রোববার থেকে করোনাভাইরাস প্রতিরোধে শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা নিতে পেরে খুশি শিক্ষার্থীরা।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ১২টি উপজেলায় শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়। কিন্তু শিক্ষা কর্মকর্তার গাফিলতির কারণে সদর উপজেলায় গত মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের টিকা দেওয়া বন্ধ ছিল। এতে অনেক শিক্ষার্থী টিকা নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করে ফিরে যায়। তবে অন্য উপজেলাগুলোতে টিকাদান অব্যাহত ছিল।

পরে জেলা শিক্ষা কর্মকর্তা নতুন তালিকা তৈরি করে স্বাস্থ্য বিভাগে পাঠান। তালিকার পরিপ্রেক্ষিতে ছয় দিন পর রোববার থেকে আবারও সদর উপজেলার শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়। গতকাল সোমবার সদরের ২টি কেন্দ্রে ১ হাজার ৩২৪ জনসহ জেলার ১২টি উপজেলায় ১৭ হাজার ২০২ জন শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।

এ নিয়ে জেলায় গতকাল পর্যন্ত ২ লাখ ৯২ হাজার শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৪ হাজার ৩৭৮ জন শিক্ষার্থীকে।

এ বিষয়ে সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন বলেন, বর্তমানে টিকার কোনো স্বল্পতা নেই। প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে যোগাযোগ করে সব শিক্ষার্থীকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ