হোম > ছাপা সংস্করণ

বিশেষ কোটায় ১০৭৪ শিক্ষার্থীকে টিকাদান

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১ হাজার ৭৪ জন শিক্ষার্থীকে বিশেষ কোটায় করোনা টিকা দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। তারা সবাই ফাইজারের টিকা পেয়েছে।

গতকাল মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ টিকাদান কর্মসূচি।

মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য বিভাগের বিশেষ কোটায় মানিকগঞ্জের মাধ্যমিক পর্যায়ের (১২-১৭ বছর) শিক্ষার্থীদের ফাইজারের ২৬ হাজার টিকা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির ১ হাজার ৭৪ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে চারটি বুথে আটজন টিকাদান কর্মী ও ১৬ জন স্বেচ্ছাসেবী এ টিকা দেন।

এসকে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল অনি আফরোজ বলে, ‘স্যারেরা যখন টিকার কথা বলেছিলেন। ভয়ে নিতে চাইছিলাম না। কিন্তু টিকা নেওয়ার পরে ভালো লাগছে।’

মানিকগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান বলেন, এর আগে ১৪ অক্টোবর মানিকগঞ্জের মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সী ১০০ জন শিক্ষার্থীর পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার পর সবাই সুস্থ ও ভালো আছে। সে কারণে সবার সম্মতিক্রমে এসকে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’

মানিকগঞ্জের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. লুৎফর রহমান বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়। ওই তালিকার ভিত্তিতে শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। টিকা নেওয়া সব শিক্ষার্থী সুস্থ আছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ