সিরাজগঞ্জের উল্লাপাড়ার সদর হাসপাতালের অনিয়ম তদন্তে গঠিত কমিটি হাসপাতালটি পরিদর্শন করেছে। গতকাল রোববার সকালে সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে ৩ সদস্যের কমিটি হাসপাতালটি পরিদর্শনে যায়।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. রামপদ রায় জানান, সংবাদ প্রকাশের পর ঘটনা নজরে আসায় ৩ সদস্যের তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। ইতিমধ্যে কমিটির সদস্যরা রোববার (২১ নভেম্বর) সকালে উল্লাপাড়ার ৩০ শয্যার সদর হাসপাতাল পরিদর্শন করেছেন।
গত বুধবার (১৭ নভেম্বর) হাসপাতালটি নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, এই হাসপাতালে সরবরাহকৃত খাবারের মান নিয়ে অভিযোগের শেষ নেই রোগীদের। এ ছাড়া কর্তব্যরত চিকিৎসকের চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছেন সাধারণ রোগীরা।