হোম > ছাপা সংস্করণ

ঝরে পড়া ২১০০ শিক্ষার্থীকে ফেরানোর উদ্যোগ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

শিক্ষার আলোবঞ্চিত মৌলভীবাজারের কুলাউড়ার ২ হাজার ১০০ শিক্ষার্থীকে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানিয়েছেন উপজেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভুঞাঁ। এসব শিক্ষার্থীকে পাঠ দান করতে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় কার্যক্রম উদ্যোগ নেওয়া কথা জানানো হয়।

গতকাল শনিবার উপজেলার গাজীপুর চা-বাগানে আয়োজিত শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। এ সময় গাজীপুর চা-বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার জয়ন্ত ধরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী। স্বাগত বক্তব্য দেন ইফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্টের (ইরা) প্রোগ্রাম ম্যানেজার আব্দুল গফফার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইরা’র সুপারভাইজার আব্দুল লতিফ ও এম আই মোর্শেদ।

জানা যায়, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের (পিইডিপি-৪) আওতায় উপজেলার ৭০টি বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। ইরা ও আরডিআরএসের যৌথ বাস্তবায়নে ৪ বছরব্যাপী এ কার্যক্রম চলবে।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, ‘তৃণমূল এলাকার শিশুদের শিক্ষা থেকে ঝরে পড়া রোধ করতে এই কার্যক্রম শুরু হয়েছে। শুরুতে তিন মাস পাঠদানের পর মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে তাদের মেধা যাচাই করা হবে। প্রতি বছর শিক্ষার্থীরা পরীক্ষার মাধ্যমে ২টি শ্রেণি করে উত্তীর্ণ হবে। এভাবে পঞ্চম শ্রেণি পর্যন্ত এই বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চলবে। পরবর্তীতে অন্যান্য শ্রেণিতে পাঠদানে ওই সব স্কুলের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরী বলেন, ‘যে কোনো একটি কার্যক্রম শুরু হয় খুব জাঁকজমকভাবে। কিছুদিন পর সেগুলোর শুধু সাইনবোর্ডই থাকে। কার্যক্রমের কোনো সফলতা থাকে না। কিন্তু উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমের মাধ্যমে ঝরে পড়া শিক্ষার্থীরা আবারও পাঠ দানমুখী হয়। সে জন্য সবাইকে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ