গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিন কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
গত বুধবার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের রুপাহাটি গ্রামের চেকপোস্ট থেকে তাঁদের আটক করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়।
আটক দুই নারী হলেন পিরোজপুরের ইন্দুরকানি থানার কালাইয়া গ্রামের জান্নাতী আক্তার (২০) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দনা গ্রামের ময়না আক্তার (১৯)।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সুলতান মাহমুদ বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালপুর ইউনিয়নের রুপাহাটি চেকপোস্টে দুই নারীকে আটক করা হয়। পরে মহিলা পুলিশ দিয়ে তল্লাশি করে তাঁদের পেটে স্কচটেপ দিয়ে প্যাঁচানো তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।