মানিকগঞ্জের ঘিওরে নৌভ্রমণে যাওয়ার পথে নৌকা থেকে নদীতে পড়ে বর্ষণ ইসলাম (১৮) নামের এক কলেজশিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার তরা কালীগঙ্গা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ বর্ষণ ইসলাম মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা এলাকার মো. রবিউল ইসলামের ছেলে। তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
নিখোঁজ যুবকের স্বজন ও পুলিশ জানায়, গতকাল সকালে মানিকগঞ্জের বেউথা ঘাট এলাকা থেকে ট্রলার ভাড়া নিয়ে পশ্চিম সেওতা এলাকার ৩০-৩৫ জন বন্ধু আরিচার যমুনা নদীতে নৌভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে ঘিওর উপজেলার তরা কালীগঙ্গা সেতুর কাছে বন্ধুদের সঙ্গে হই-হুল্লোড় করার সময় দুই বন্ধু নৌকা থেকে নদীতে পড়ে যান। সাদ্দাম নামের একজন সাঁতরে নৌকায় উঠে। কিন্তু বর্ষণ নদীর স্রোতে ডুবে যান।
খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালান। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা শিবালয় স্থল ও ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. মজিবর রহমান বলেন, ‘আমাদের ডুবুরি দল পাঁচ ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেনি। আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।’
ঘটনাস্থলে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবনী, ঘিওর থানার উপপরিদর্শক মো. বেলাল হোসেন, স্থানীয় বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, ইউপি সদস্য রাজা মিয়া, সোহেল চৌধুরী উপস্থিত ছিলেন।