হোম > ছাপা সংস্করণ

সানগ্লাস কেনায় ভুল নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরফের রাজ্যে যদি সানগ্লাস ছাড়া ঘোরেন, তবে অন্ধ হওয়ার ঝুঁকি আছে। সাদা বরফের ওপর কড়া রোদে দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে। এ সমস্যা থেকে বাঁচতে আর্কটিক অঞ্চলে সানগ্লাস পরার প্রচলন শুরু হয়।

সানগ্লাস শুধু একটি ফ্যাশন অনুষঙ্গ নয়, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখ বাঁচানোও অন্যতম কাজ। পাইলট, বাটারফ্লাই, ক্যাট আই, ক্লাম্ব মাস্টার, অক্টাগোনাল, ওভাল, রেক্টাঙ্গুলার, রিমলেস, রাউন্ড, সেমি-রিমলেস, শিল্ড, স্কয়ার, ওয়েফারার, র‍্যাপসহ ১৪ ধরনের সানগ্লাস বাজারে পাওয়া যায়। এর মধ্যে কোনটি আপনার চোখে ভালো লাগবে, তা বুঝতে হলে যাচাই-বাছাই করতে হবে। সানগ্লাস কেনার সময় সচরাচর করা ভুলগুলোও এড়িয়ে চলতে হবে।

ইউভি প্রোটেকশনহীন সানগ্লাস কেনা

যেকোনো একটি সানগ্লাস পছন্দ হলেই কিনে ফেলবেন না। আগে দেখে নিন, তাতে ইউভি বা অতিবেগুনি রশ্মি থেকে চোখ রক্ষা করার সুবিধা আছে কি না। ইউভি প্রোটেকশন আছে, এমন সানগ্লাস কিনুন।

ফ্রেমের বাইরে চোখ

কিছু কিছু সানগ্লাসের ফ্রেমের আকার গোল বা তিন কোনা হয়। এ ধরনের সানগ্লাসের ফ্রেম খুব ছোট হলে বাইরে থেকে চোখ দেখা যায়। চোখের চারপাশের ত্বক বেশ স্পর্শকাতর হয়। তাই চোখ ও এর চারপাশের ত্বকের সুরক্ষা নিয়েও ভাবতে হবে। তাই সব সময় ট্রেন্ড অনুসরণ না করে চোখের সুরক্ষার জন্য বড় ফ্রেমের সানগ্লাস কিনুন।

ফ্রেম সম্পর্কে না জানা

সানগ্লাসের ফ্রেমের উপাদান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। উপকরণের ওপর সানগ্লাসের দাম নির্ভর করে। তাই সানগ্লাস কেনার আগে ফ্রেমের উপকরণের বিষয়ে জেনে নিলে অযথা বেশি অর্থ ব্যয় হবে না। টিটেনিয়াম ফ্রেম সানগ্লাসের দাম সবচেয়ে বেশি। এতে স্ক্র্যাচ নিরোধক কোটিং দেওয়া থাকে। সাধারণত প্লাস্টিকের তৈরি সানগ্লাসগুলো টিটেনিয়ামের তৈরি ফ্রেমের চেয়ে দামে সস্তা হয়ে থাকে। তবে সব প্লাস্টিক ফ্রেমের সানগ্লাসই যে কম দামের, তা নয়। প্লাস্টিকের মধ্যেও আবার তিন রকমের আছে। খেলাধুলার সময় পরার উপযোগী সানগ্লাসগুলোর ফ্রেম নাইলনের হয়ে থাকে। মেটাল ফ্রেমের সানগ্লাস বেশ দামি হলেও টেকসই হয় না।

মুখের ধরন বুঝে না কেনা

অন্যের চোখে সানগ্লাসটি বেশ মানিয়েছে বলেই যে আপনাকেও মানাবে, তা নয়। মুখের আকার বড় হলে বড় সানগ্লাস, ছোট হলে ছোট সানগ্লাস—সূত্রটা এ রকমই সরল।

পাপড়ির সঙ্গে লেন্সের দূরত্ব না থাকা

সানগ্লাস কেনার সময় অবশ্যই খেয়াল করে দেখতে হবে, চোখের পাপড়ি সানগ্লাসের লেন্সকে স্পর্শ করছে কি না। যদি স্পর্শ করে, তবে বুঝতে হবে সানগ্লাসটি আপনার চোখে ঠিকমতো ফিট হয়নি। লেন্সের সঙ্গে চোখের পাপড়ির দূরত্ব থাকলে তবেই সানগ্লাস কেনা উচিত।

সূত্র: এবিটি ডট কম

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ