হোম > ছাপা সংস্করণ

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আহত ৩

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার সিংড়াই গ্রামে সাগর হাওলাদারের বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তাঁর ওপর হামলা করে। ঠেকাতে গেলে তাঁর মামা জাকির হোসেন (৫০) এবং মামাতো ভাই আনিস হাওলাদার (৪২) আহত হন।

আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। আহতদের মধ্যে সাগর হাওলাদার বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাগর হাওলাদার বলেন, সিংড়াই গ্রামে উত্তরাধিকার সূত্রে পাওয়া তাঁর মায়ের ১১ শতক জমিতে ঘর তৈরি করে বসবাস করেন তিনি। বিভিন্ন সময় প্রতিবেশী জালাল হাওলাদার ওই জমির কিছু অংশ জবর দখলের চেষ্টা করেন। এর প্রতিবাদ করায় জালাল হাওলাদার প্রায়ই তাঁকে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেন।

এর ধারাবাহিকতায় সোমবার বিকেলে জালাল ও তাঁর ছেলে সাকিব হাওলাদার তাঁকে মারধর করে। এ সময় তাঁর মামা জাকির হোসেন এবং মামাতো ভাই আনিস হাওলাদার ঠেকাতে গেলে তাঁদেরও পিটিয়ে আহত করেন জালাল ও তাঁর ছেলে। মামা ও মামাতো ভাই বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, একটি মারধরের ঘটনা শুনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ