হোম > ছাপা সংস্করণ

মোকামতলায় আগুন, পুড়ল দোকান, বাড়ি

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান, বসত বাড়ি ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মাদ্রাসার কিছু অংশও। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, আগুনে সোনাতলা রোডের মানিক মিয়া নামের এক ব্যক্তির গাড়ির যন্ত্রাংশের দোকান ও দোকানে রাখা ৮টি মোটরসাইকেল, মিঠু মিয়ার লেপ তোশকের দোকান, রাসেলের ওষুধের দোকান এবং অমিত সাহার পেট্রল ও সিলিন্ডার গ্যাসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় দোকানের পেছনে অবস্থিত একটি মহিলা মাদ্রাসার কিছু অংশ পুড়ে গেছে।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হালিম জানান, সংবাদ পেয়ে শিবগঞ্জ, সোনাতলা, বগুড়া সদর ও কাহালু ফায়ার স্টেশনের মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে রুহুল আমিন নামের বগুড়া ফায়ার স্টেশনের এক কর্মী আহত হন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ