ফুল ভালোবাসে না, এমন মানুষ হয়তো পাওয়া যাবে না। সে কারণে প্রকৃতি ও সৌন্দর্যপিয়াসী প্রত্যেক মানুষ তাঁদের বাড়ির আঙিনা বা ছাদে ফুল চাষ করে থাকেন। কেউবা আবার ফুলের গাছ টবে লাগিয়ে বাড়ির ছাদ বা বারান্দায় রাখেন। কেউ কেউ এ ফুল বিক্রি করেই সংসার চালান।
তাঁদের মধ্যে আব্দুর রশিদ আকন্দ একজন। ৭০ বছরের এই বৃদ্ধ বয়সের ভারে নুয়ে গেলেও কাজ ছাড়েননি। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল বাজারে ফেরি করে ফুল বিক্রি করেই পাঁচ সদস্যদের সংসার চালাচ্ছেন।
আব্দুর রশিদ আকন্দ উল্লাপাড়া উপজেলার বড়হর এলাকার বাসিন্দা। তিনি আজকের পত্রিকাকে জানান, কৃষিকাজের পাশাপাশি চার বছর ধরে ফুল চাষ করে পরিবারের খরচ চালাচ্ছেন। ১২ ডেসিমেল জায়গায় ৮-১০ জাতের বীজ বগুড়া থেকে এনে চাষ শুরু করেন। আনুষঙ্গিক খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। তবে মৌসুম শেষে সব খরচ বাদে এক লাখ টাকা লাভের আশা করছেন তিনি।
আব্দুর রশিদ আকন্দ বলেন, ‘প্রতিদিন ভোরে খেত থেকে ফুল তুলে জামতৈল বাজারে নিয়ে এসে ফেরি করে ৮০০-৯০০ টাকার ফুল বিক্রি করি। খরচ বাদ দিয়ে প্রতিদিন প্রায় ৪৫০ টাকা থাকে।’