পটুয়াখালীর কলাপাড়ায় পাখি শিকারিদের কাছ থেকে ১৫টি দেশি তিলা ঘুঘু উদ্ধার করে অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।
গতকাল বুধবার দুপুরে আমতলী উপজেলার পূজাখোলা গ্রাম থেকে খাঁচায় বন্দী অবস্থায় এসব ঘুঘু উদ্ধার করা হয়। পরে বেলা ৩টার দিকে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম ও বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে থানার সামনে এসব ঘুঘু অবমুক্ত করা হয়। এর আগেও শিকারিদের কাছ থেকে বেশ কিছু বন্য প্রাণী উদ্ধার করে অবমুক্ত করেছে এই সংগঠনটি।
অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার দলনেতা রাকায়েত আহসান জানান, যাদের কাছ থেকে ঘুঘু উদ্ধার করা হয়েছে তাঁরা আর পাখি শিকার করবেন না বলে মুচলেকা দেন। এ সময় পাখি শিকারের ফাঁদ (জাল) পুড়িয়ে ফেলা হয়।