কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সৌদি আরবের রিয়াদে বহুতল ভবন থেকে পড়ে কোম্পানীগঞ্জের এক তরুণের মৃত্যু হয়েছে। গত রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে।
মৃত তরুণের নাম মো. আলী হোসেন (২৫)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি গ্রামের উসমান আলীর ছেলে। মৃতের বড় ভাই আরাফাত তাঞ্জিল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত রোববার সৌদি আরবের রিয়াদে একটি বহুতল ভবনের ১৭ তলায় নির্মাণকাজ করার সময় পা পিছলে নিচে পড়ে যান আলী হোসেন। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।