ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য অধিদপ্তরের প্রশংসাপত্র পেয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এই প্রশংসাপত্র দেয়। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুর রহমান খান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত প্রশংসাপত্রটি ২৩ নভেম্বর পাঠানো হয়।
প্রশংসাপত্রে বলা হয়, গত ২৭ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিটি প্রশংসিত হয়। যাহা স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।
অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম চিঠির মাধ্যমে ঢাকা বিভাগের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিটি অনুসরণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুর রহমান খান বলেন, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) চলমান থাকায় এবং এই স্বাস্থ্য কমপ্লেক্সের সব কর্মকর্তা ও কর্মচারীর সহায়তায় এটি সম্ভব হয়েছে। এই প্রশংসার ভাগীদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে জড়িত সবাই।