হোম > ছাপা সংস্করণ

ঋণ নিয়ে উধাও কলেজের অফিস সহায়ক

অভয়নগর প্রতিনিধি

কয়েক লাখ টাকা ঋণ নিয়ে লাপাত্তা হয়েছেন অভয়নগরের নওয়াপাড়া মহিলা কলেজের অফিস সহায়ক মহিন রায়। তিনি ব্যাংক, বেসরকারি সংস্থা ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে পরিবারসহ উধাও হয়ে গেছেন।

মহিন রায় আট মাস ধরে কলেজের কর্মস্থলেও আসছেন না। ব্যাংক ও কলেজ কর্তৃপক্ষ তাঁর স্থায়ী ঠিকানায় নোটিশ দিয়েও কোনো সারা পাচ্ছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, মনিরামপুরের দুর্বাডাঙ্গা ইউনিয়নের ঝিকরডাঙ্গা গ্রামের মহাদেব রায়ের ছেলে মহিন নওয়াপাড়া মহিলা কলেজে অফিস সহায়ক হিসেবে নিয়োগ পান। পরে সরকারি চাকরির সুবাদে তিনি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে কয়েক লাখ টাকা ঋণ নেন।

এর মধ্যে সোনালী ব্যাংক থেকে আড়াই লাখ টাকা ঋণ তোলেন তিনি। একই ভাবে সরখোলার এক সমিতি থেকে ৩ লাখ টাকা লোন নেন।

সোনালী ব্যাংক নওয়াপাড়া শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এ এস এম শামসুদ্দিন আহমেদ বলেন, ‘মহিন আড়াই লাখ টাকা ঋণ নিয়েছেন। এখন তাঁকে পাওয়া যাচ্ছে না।’

নওয়াপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ পাল বলেন, ‘তাঁকে তিন বার নোটিশ দিয়েও সাড়া মেলেনি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ