পটুয়াখালীর মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুরন্ত মণ্ডল নামের তিন বছরের এক শিশু নিহত হয়েছে। গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল-বরগুনা মহাসড়কের কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনেরা জানান, দুরন্ত নারার বাড়ি মির্জাগঞ্জ বেড়াতে আসে। শনিবার বিকেলে নানির সঙ্গে ঘুরতে বের হয়ে দুরন্ত। বাড়ি ফেরার পথে মহাসড়ক পারাপারের জন্য নানির সঙ্গে দাঁড়িয়ে ছিল। এ সময় বরগুনা–বরিশালগামী একটি মিনি ট্রাক ওই স্থান অতিক্রম করার সময় দুরন্ত দৌড় দিলে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরই চালক দ্রুতগতিতে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। ফলে গাড়িটি আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’