জয়পুরহাটে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টায় মফিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে দেড় লাখ টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রুস্তম আলী। অনাদায়ে আরও দেড় বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় দেন তিনি। সাজাপ্রাপ্ত আসামি ক্ষেতলাল উপজেলার তেলাবদুল মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী ২০১৮ সালের ৯ আগস্ট বিকেলে জয়পুরহাট শহরের নিউমার্কেট এলাকা থেকে বাড়ির উদ্দেশে অটোরিকশায় যাওয়ার সময় মফিজুল ইসলাম (৩২) নামের ওই ব্যক্তি নিজেকে ওই ছাত্রীটির বাবার পরিচিত বলে কথা শুরু করেন। এরপর তাকে কৌশলে করিমনগর এলাকার নির্জন একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। সে সময় ছাত্রীটি চিৎকার দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং পরে তার পরিবারকে ঘটনার বিষয়টি জানায়। এরপর পৌর এলাকার সিসিটিভি ফুটেজের মাধ্যমে মফিজুল ইসলামকে আসামি শনাক্ত করে, ২০১৮ সালের ২৩ আগস্ট তারিখে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও যাবতীয় প্রক্রিয়া শেষে গতকাল মঙ্গলবার দুপুরে বিচারক মো. রুস্তম আলী মামলার রায় ঘোষণা করেন।
জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী রায়ের তথ্য নিশ্চিত করেছেন।