ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক অসহায় প্রতিবন্ধী নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। স্বাবলম্বী করার লক্ষ্যে এই সেলাই মেশিন উপহার দেন সামাজিক সংগঠন ‘গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন’-এর অন্যতম দাতা সদস্য সৈয়দ আরিফুল ইসলাম।
গত বুধবার রাতে ওই নারীর বিয়েতে তাঁর হাতে সেলাই মেশিনটি তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনসুর আলী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাবিয়া খাতুন, সদস্য খোকন চন্দ্র দাস, লাকীর বাবা মনো দাস প্রমুখ।
আরিফুল ইসলাম বলেন, লাকী দাস প্রতিবন্ধী ভাতাভোগী। তিনি সেলাই কাজ জানেন। স্বামীর বাড়িতে গিয়ে সেলাই কাজ করে যেন স্বাবলম্বী হতে পারে সেই লক্ষ্যে তাকে সেলাই মেশিনটি উপহার দেওয়া।
লাকী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার একটা সেলাই মেশিনের খুব দরকার ছিল। টাকার অভাবে কিনতে পারিনি। এই শুভ দিনে সেলাই মেশিনটা পেয়ে সত্যিই অনেক খুশি হয়েছি।’
ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনসুর আলী বলেন, ‘আমাদের গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন এ পর্যন্ত প্রায় ১০০ বিধবা, গরিব শিক্ষার্থী, স্বামী পরিত্যক্তা নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন উপহার দিয়েছে। ফাউন্ডেশনের লক্ষ্য হচ্ছে অসহায় নারীদের স্বাবলম্বী করা। তাদের সুখে-দুঃখে পাশে থাকা।’
লাকী দাস উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামের জেলে নিরা দাসের মেয়ে।