হোম > ছাপা সংস্করণ

লেবু চাষে লাখপতি মিজানুর

শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামের কৃষক মিজানুর সিডলেস (বীজবিহীন) কাগজিলেবু চাষ করে স্বাবলম্বী হয়েছেন। বীজহীন লেবু চাষ করে মাত্র তিন বছরেই লাখপতি হয়েছেন মিজানুর। তাঁর এ সফলতা দেখে আগ্রহী হয়ে উঠছেন এলাকার অনেকেই। শালিখা উপজেলা থেকে এই লেবু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এখন বাজারজাত করা হচ্ছে। বেশি ফলন, রস বেশি এবং বেশি চাহিদার কারণে এ লেবু চাষের দিকে ঝুঁকছেন অনেকে।

সফল লেবুচাষি মিজানুর জানান, ২০১৯ সালের প্রথম দিকে দুই বিঘা জমিতে ২৫০টি বীজহীন লেবুর কলমকৃত চারা রোপণ করেন তিনি। চারা কেনা, চারা রোপণ, জমি প্রস্তুত, জমি তৈরি, সেচ ও সারসহ বিবিধ খরচ মিলিয়ে প্রথম বছর তাঁর প্রায় এক লাখ টাকা ব্যয় হয়। পরের বছরেই ওই সব লেবু গাছে লেবুর ফলন শুরু হয়। এর পরের বছর ওই জমি থেকে বিঘা প্রতি প্রায় এক লাখ টাকার লেবু বিক্রি হয়। মিজানুর বলেন, এ বছর গত বছরের থেকে বিক্রি বেশি হবে। তিনি সপ্তাহে প্রায় ১০ হাজার টাকার লেবু বিক্রি করেন। ফলে তাঁর মাসিক আয় প্রায় ৪০ হাজার টাকা। এ হিসাবমতো তাঁর ৬৬ শতাংশ জমি থেকে বছরে আয় হয় আড়াই লাখ থেকে ৩ লাখ টাকা। যা অন্য কোনো কৃষি আবাদে সহজলভ্য নয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন বলেন, উপজেলায় ২০ হেক্টর জমিতে লেবুর আবাদ করা হয়েছে। এর মধ্যে ১০ হেক্টর (বীজহীন) সিডলেস, ৫ হেক্টর চায়না ও ৫ হেক্টর অন্যান্য কাগজি লেবু রয়েছে। তিনি জানান, এ লেবু চাষ অত্যন্ত লাভজনক চাষিরা উৎপাদন অনুযায়ী আরও ব্যাপকভাবে লেবু দেশের বাইরে রপ্তানি করা যাবে বলেও তিনি জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ