হোম > ছাপা সংস্করণ

দলীয় দ্বন্দ্বে ডুবেছে নৌকা

মুজিবনগর প্রতিনিধি

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে মেহেরপুরে ৯টি ইউনিয়নের মধ্যে ৭টিতে হেরেছে নৌকার প্রার্থী। এর মধ্যে ঐতিহাসিক মুজিবনগর উপজেলার চারটি ইউপির প্রতিটিতেই নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদ্রোহীরা। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, সেখানে নৌকার এমন ভরাডুবির কারণ আওয়ামী লীগে দলীয় কোন্দল। আর এই বিরোধের সুযোগ নিয়েছেন বিএনপি-জামায়াতের সমর্থকেরা।

এদিকে নৌকার প্রার্থীদের অভিযোগ, বিএনপি-জামায়াতের ভোটারেরা বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নিয়েছেন। বিদ্রোহী প্রার্থীরাও দলে নিজেদের অবস্থান পাকা করতে বিএনপি-জামায়াতের ভোট পুঁজি করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জয় নিশ্চিত করতে দলের বিদ্রোহী প্রার্থীরা গোপনে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। অথচ দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা না করার কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হলেও দল তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-২ আসনের সাংসদ সাহিদুজ্জামান খোকন বলেন, ‘জেলা আওয়ামী লীগে নেতৃত্বহীনতা এবং বিভক্তির রাজনীতি আওয়ামী লীগকে ইতিমধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্বে ফেলে দিয়েছে। তাই দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল খালেক শুধু তাঁর পছন্দের প্রার্থীর নির্বাচনী সভায় গেছেন। সব নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় যাননি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ