হোম > ছাপা সংস্করণ

বসতবাড়িতে অগ্নিসংযোগ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্বশত্রুতার জেরে বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দুটি ঘর, গবাদিপশুসহ নগদ টাকা পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে উপজেলার কেদার ইউনিয়নের বাহের কেদার গ্রামে।

গতকাল সোমবার সকালে ওই ঘটনায় থানায় তিনজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন পুড়ে যাওয়া বাড়ির মালিক বদিউজ্জামান বদি।

স্থানীয় সিরাজুল ইসলাম, আব্দুল গণী, আলামিন মিয়া জানান, গত শনিবার বাহের কেদার গ্রামের বদিউজ্জামানের সঙ্গে একই গ্রামের শুকুর আলীর জমির সীমানা নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই দিন উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। মারপিটের ঘটনাটি নিরসনে পরেরদিন রোববার রাতে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে সালিসে বসে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। বিচারিক কাজ চলার সময় বদির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বদিউজ্জামান দাবি করেছেন, আগুনে দুটি ঘর, একটি গরু, তিনটি ভেড়া, নগদ ২ লাখ ৭৫ হাজার টাকাসহ সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনকে প্রধান ও অজ্ঞাত আরও কয়েকজনকে অভিযুক্ত করে কচাকাটা থানায় লিখিত অভিযোগ করেন তিনি। অভিযুক্ত তিনজন হলেন বাহের কেদার গ্রামের শুকুর আলী ও তাঁর ছেলে রবিউল ইসলাম এবং কোরবান আলী।

অভিযুক্তদের একজন রবিউল ইসলাম বলেন, ‘জমির সীমানা নিয়ে বদিউজ্জামানের সঙ্গে আমাদের দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্ব মীমাংসার জন্য সালিস চলার সময় তাঁর বাড়িতে আগুন লাগে। আমরা তো সবাই সালিসেই উপস্থিত ছিলাম। আমাদের বিরুদ্ধে বাড়িতে আগুন দেওয়ার মিথ্যা অভিযোগ তুলেছেন তিনি।’

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ