গফরগাঁওয়ের রসুলপুর এলাকায় এক মাদ্রাসাছাত্রীর গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়আনি রসুলপুর গ্রামে।
মারা যাওয়া ছাত্রীর নাম সুমাইয়া খাতুন (১৯)। তিনি রসুলপুর কাওয়াকড়ি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবার নাম শফিকুল ইসলাম।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে সুমাইয়া খাতুন বাড়ির সদস্যদের অজান্তে বসত ঘরের পাশের লাকড়ি রাখার ঘরে গলায় ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ সুমাইয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে গতকাল শনিবার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
নিহত সুমাইয়ার বাবা শফিকুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিল।’
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় তাঁর বাবার নিকট ময়নাতদন্ত ছাড়াই লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।