জয়িতার গানে মুগ্ধ হয়ে আলাউদ্দীন আলী তাঁর জন্য চারটি গান লেখেন এবং সুর করেন। আলাউদ্দীন আলীর ইচ্ছে ছিল একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জয়িতাকে সবার সামনে তুলে ধরার। কিন্তু তার আগেই চলে গেলেন এই প্রখ্যাত সুরকার।
জয়িতা আর তাঁর মা আলাউদ্দীন আলীর সেই ইচ্ছে পূরণ করেছেন। জয়িতার গাওয়া প্রথম গানের অ্যালবাম ‘প্রাণের মানুষ’ প্রকাশ পেয়েছে। সেখানে স্থান পেয়েছে আলাউদ্দীন আলীর সৃষ্টি। গানগুলোর শিরোনাম হচ্ছে ‘সন্ধ্যা আকাশ’, ‘যে কথা বলতে পারি না’, ‘তোমার মন ছিল না বলে’ ও ‘প্রাণের মানুষ’। সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু।
জয়িতা বলেন, ‘আলাউদ্দীন আলী স্যারের ছোট মেয়ের নাম রাজকন্যা। তিনি এতটাই স্নেহ করতেন যে আমাকে আদর করে বড় রাজকন্যা ডাকতেন। আমার গানগুলোর মধ্য দিয়েও স্যার বেঁচে থাকবেন, এটাই আমার প্রাপ্তি।’