হোম > ছাপা সংস্করণ

সংবাদ সম্মেলন থেকে ফেরার পথে হামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে কর্মীদের ওপর হামলা, হুমকি ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের প্রতিবাদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে ফেরার পথে হামলার আহত হয়েছেন এক ব্যক্তি। তিনি স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের কর্মী। গত সোমবার দুপুরে তিনি স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

হামলার আহত ব্যক্তির নাম জুয়েল (৪০)। তিনি পৌর এলাকার আলীনগর মুন্সিপাড়ার বাসিন্দা ও পেশায় ঠিকাদার।

জানা গেছে, সংবাদ সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে শহরের সন্ধ্যা কমিউনিটি সেন্টারের সামনে সন্ধ্যার দিকে সন্ত্রাসীরা জুয়েলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

জুয়েল বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে কর্মীদের ওপর হামলা, হুমকি ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের প্রতিবাদে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন। সংবাদ সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় সিনেমা হলের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ১২-১৩ জন সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁর পকেটে থাকা টাকা ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়। এর পর চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান তিনি।

জুয়েল আরও বলেন, ‘থানায় অভিযোগ দিয়ে কোনো বিচার পাব না। তাই অভিযোগ দেব না।’

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, কোনো ব্যক্তি থানায় অভিযোগ দেবে কি না, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। তবে অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ