সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জ্ঞানেন্দ্রনাথ বসাকের কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। পোস্টার ছিঁড়ে ফেলার প্রতিবাদ করায় নৌকার প্রার্থী আব্দুল কুদ্দুস সরকারের কর্মী সমর্থকেরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরের দিকে ইউনিয়নের কাটাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বলদীপাড়া গ্রামের মুজিবুর রহমান ভুইয়া (৭৬), তার ছেলে জাহাঙ্গীর আলম ও দেশীগ্রামের আনিসুর রহমান। তাঁদের মধ্যে গুরুতর আহত মুজিবুর রহমান ভুইয়াকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী জ্ঞানেন্দ্রনাথ বসাকের আনারস প্রতীকের পোস্টার কাটাগাড়ী বাজারে লাগানো হয়। নৌকার সমর্থকেরা সেই পোস্টার ছিঁড়ে ফেলেন। আনারসের কর্মী মুজিবর এর প্রতিবাদ জানান। এর জের ধরে গতকাল বুধবার দুপুরের দিকে নৌকার ১০-১২ জন কর্মী আনারসের কর্মীদের ওপর হামলা চালায়।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জ্ঞানেন্দ্রনাথ বসাক বলেন, ‘আনারসের পোস্টার ঝোলাতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা বাধা দিচ্ছেন। আমার কর্মী ও সমর্থকদের মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।’
নৌকার প্রার্থী আব্দুল কুদ্দুস সরকার বলেন, ‘হামলার ঘটনায় কারা জড়িত তা জানি না। মারামারি কারও কাম্য নয়।’
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।’