চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার হাইদচকিয়া গ্রামের পূর্ব-বড়ুয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আড়াই বছরের তিন্ময় বড়ুয়া শুভ্র ও সাড়ে তিন বছরের সার্থক বড়ুয়া ওই এলাকার রুপেশ বড়ুয়া ও সুমন বড়ুয়ার ছেলে। তাঁরা দুজনই চাচাতো-জ্যাঠাতো ভাই।
প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, গতকাল সকালে শিশু দুটিকে খুঁজে পাচ্ছিলেন না বাড়ির লোকেরা। সাড়ে দশটার দিকে পাশের পুকুরে ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
পাইন্দং ইউপি চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একই পরিবারের দুই সন্তানের মৃত্যুতে তাঁরা ভেঙে পড়েছেন।