উজিরপুরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে উপজেলা ও পৌর বিএনপি প্রচারপত্র বিলি করেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাজেদ তালুকদার মান্নান মাস্টারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক হুমায়ন খানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান নান্টু, সদস্যসচিব আকতার হোসেন মেবুল, সাবেক পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইদ্রিস বালী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক অ্যাড আসাদুজ্জামান বাদশা, রোকনুজ্জামান টুলু প্রমুখ।