হোম > ছাপা সংস্করণ

নিখোঁজের ১১ বছর পরও সন্ধান মেলেনি খালেকের

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজ আব্দুল খালেক ফকিরের সন্ধানের দাবি জানিয়েছেন ছেলে মিজানুর রহমান। গতকাল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান।

আব্দুল খালেক ফকিরের ছেলে মিজানুর রহমান বলেন, উপজেলার মহাদান ইউনিয়নের ধোপাদহ গ্রামের সাইফুল ইসলামের ছেলে এনামুল হক, রাশেদ, সাঈদ ও সাইফুল ইসলামের ছোট ভাই হাফিজুর রহমান আমাদের ৭৬ শতাংশ জমি কৌশলে জবর দখল করে নেয়। এ নিয়ে সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের বিরোধ সৃষ্টি হয়।

এ বিরোধের জের ধরে ২০১১ সালের ৬ জানুয়ারি বাবাকে (আব্দুল খালেক ফকির) অপহরণ করা হয়। অপহরণের ১০ দিন পর সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সাধারণ ডায়েরি করার সংবাদে তাঁরা আরও ক্ষিপ্ত হন। ওই জমিতে (৭৬ শতাংশ) গেলে সম্প্রতি বাবার মতো আমাদেরও একই পরিণতি হবে বলে হুমকি দেন তাঁরা। পরে তিনি বাদী হয়ে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এনামুল হককে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে আদালতে অপহরণ ও গুমের মামলা দায়ের করেন।

তিনি খালেক ফকিরকে জীবিত বা মৃত ফেরত পেতে জোর দাবি জানান। এ সময় খালেক ফকিরের স্ত্রী মর্জিনা বেগম, মেয়ে ঝিনুক আক্তার, ছেলের বউ নার্গিস আক্তার, ভাতিজা কামাল হোসেন ও ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্তদের মধ্যে এনামুল হক বলেন, তাঁদের বিরুদ্ধে একটি অভিযোগ পিবিআইতে তদন্তাধীন রয়েছে। তবে ওই জমি তাঁরা জবর দখল করেননি। তাঁদের অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা জামালপুর পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, কিছুদিন আগে মামলাটির তদন্ত ভার পেয়েছেন। তদন্তের কাজ চলমান রয়েছে বলেও তিনি জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ