হোম > ছাপা সংস্করণ

সিগারেট ধরানো নিয়ে সংঘর্ষ, গাড়ি ভাংচুর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রমিক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি বাসের ভেতরে সিগারেট ধরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত বুধবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সেককান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের মুন্না (২৩) বাসে সিগারেট ধরালে সহকর্মী পলাশ বাসে ধূমপান করতে নিষেধ করেন। একপর্যায়ে বাসে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে বাস নোয়াগাঁওয়ের সেককান্দী এলাকায় থামলে পলাশের বন্ধু জুম্মন মোরশেদসহ ১০-১২ জন কিশোর মুন্না ও তাঁর সঙ্গে থাকা ৪-৫ জনকে গাড়ি থেকে নামিয়ে রাস্তায় মারধর করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং গাড়ি ভাঙচুর করে তরা। এতে গুরুতর আহত হয় মুন্না। তাঁকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মান্নার বাবা আবুল হোসেন ও পলাশের বাবা দীন ইসলাম সোনারগাঁ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।

পলাশের বাবা জানান, মুন্না ও পলাশ একই কোম্পানিতে কাজ করেন। মুন্না বাসে সিগারেট ধরালে পলাশ মানা করে বাসে সিগারেট না খেতে। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মুন্নার হাতে থাকা বাস পরিষ্কারের কাজে ব্যবহৃত মাস্টারের আগাতে আমার ছেলে পলাশের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ