নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন চট্টগ্রামের পটিয়ার কচুয়াই ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান বাবু। গত রোববার দুপুরে তিনি রিটার্নিং কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।
রিটার্নিং কর্মকর্তা বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে খলিলুর রহমান বাবু বলেন, ‘গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর আমি আমার নির্বাচনী প্রচার শুরু করি। এর অংশ হিসেবে বিভিন্ন জায়গায় আমার পোস্টার ও ব্যানার টাঙানো হয়। অলির হাট এলাকায় কতিপয় ব্যক্তি আমার সেসব পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেছে।’