হোম > ছাপা সংস্করণ

ঘরোয়া ফুটবলে নতুনত্ব আনার চেষ্টা বাফুফের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লিখিত আকারে এক মাস আগে নতুন মৌসুমের সূচি প্রকাশ, বাংলাদেশের ঘরোয়া ফুটবলে রীতিমতো চমক! নতুন মৌসুমে আরও কিছু নতুনত্ব এনে চমকে দেওয়ার চেষ্টা কাজী সালাউদ্দিনের নেতৃত্বে থাকা পেশাদার লিগ কমিটির।

গতকাল বাফুফে কার্যালয়ে বৈঠক শেষে ২০২২-২৩ মৌসুমের নতুন সূচি ঘোষণা করেছে পেশাদার লিগ কমিটি। এবারও স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে নতুন মৌসুম। ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া স্বাধীনতা কাপে প্রিমিয়ার লিগের দলগুলোর সঙ্গে খেলবে আরও পাঁচটি দল। পাঁচটি দল আসবে চ্যাম্পিয়নশিপ লিগ ও আন্তবাহিনীর দলগুলোর মধ্যে বাছাইপর্ব খেলে।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আদলে হবে বাংলাদেশের ঘরোয়া ফুটবল, গত কিছুদিনে এমনটাই শোনা যাচ্ছিল। প্রকাশিত সূচিতে উল্লেখ করা হয়েছে, প্রিমিয়ার লিগের মাঝামাঝি সময়ে চলবে ফেডারেশন কাপ, যেটি দেশের ফুটবল ইতিহাসে প্রথম। বিশ্বকাপের ডামাডোলের মাঝেই ৯ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল ফুটবল। ২০ ডিসেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপ। শুধু সেমিফাইনাল ও ফাইনালের সময় বন্ধ থাকবে ঘরোয়া ফুটবল। প্রতিটি দল প্রতি সপ্তাহে খেলবে একটি করে ম্যাচ। বিপিএল ফুটবলের প্রথম লেগ শেষ ২৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগ ১৭ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হবে ২২ জুলাই। ফেডারেশন কাপের ফাইনাল ১৮ জুলাই।

বিপিএল ফুটবলের বিরতির ফাঁকে খেলার মধ্যেই থাকতে হবে ফুটবলারদের। পৃষ্ঠপোষক পেলে ২ এপ্রিল থেকে সুপার কাপের চতুর্থ সংস্করণ আয়োজনের কথা জানিয়েছেন পেশাদার লিগ কমিটির নতুন সভাপতি কাজী সালাউদ্দিন। মোট ছয় দল নিয়ে হবে সুপার কাপ। শীর্ষ চার দলের সঙ্গে বাকি দুই দল যোগ হবে বাছাইপর্বের মাধ্যমে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ