হোম > ছাপা সংস্করণ

চাঁদা না দিলে হত্যার হুমকির অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে স্বপন হাওলাদার নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন, স্থানীয় পিনু গাজি ও আমান তালুকদার তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করছেন। চাঁদা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে রাজাপুরে এক সংবাদ সম্মেলনে স্বপন হাওলাদার এই অভিযোগ করেন।

লিখিত অভিযোগে স্বপন হাওলাদার দাবি করেন, তাদের হুমকির কারণে তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন। স্থানীয় চানু গাজির ছেলে পিনু গাজি ও ওয়াদুদ তালুকদারের ছেলে আমান তালুকদার মিলে বেশ কিছু দিন ধরে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করছেন এবং হত্যার হুমকি দেন।

জীবনের ভয়ে ইতিমধ্যে তিনি ৫০ হাজার টাকা দিয়েছেন। প্রতিপক্ষের দাবিকৃত বাকি টাকা না দিলে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়।

এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে গত ৭ আগস্ট ঝালকাঠি আদালতে মামলা করেন স্বপন হাওলাদার। মামলা করার পরে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

পরে নানাভাবে হুমকি দিলে ভয়ে পরিবার নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন স্বপন। এ সুযোগে ঘরের ২ লাখ ৭৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ৬ আগস্ট সকালে তার ৫ বছরের শিশুকন্যা ছোহাকে তুলে নিয়ে একটি ঘরে দুপুর পর্যন্ত আটকে রাখে প্রতিপক্ষ।

নলছিটির ভবানীপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে গিয়েও প্রতিপক্ষরা খোঁজাখুঁজি করায় বর্তমানে পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন স্বপন হাওলাদার।

এসব অভিযোগ অস্বীকার করে পিনু গাজি জানান, জমি বিক্রি করার কথা বলে স্বপন ৫০ হাজার টাকা নিয়ে সেই জমি অন্যদের কাছে বিক্রির করার চেষ্টা করতেছে এবং এ কারণে স্বপন বাড়িতেও আসছে না।

হত্যার হুমকি আদৌও সত্য নয় বলেও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসা চলছে। রাজাপুর থানার এসআই মো. খোকন জানান, এ বিষয়ে স্বপন আদালতে মামলা করেছে। মামলার বিষয়টি ঘটনাস্থলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ