হোম > ছাপা সংস্করণ

‘কোর্ট হিলে চলাচলে প্রতিবন্ধকতা নয়’

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

সৌন্দর্যবর্ধনের নামে কোর্ট হিলে চলাচলের রাস্তায় প্রশাসন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের আইনজীবী নেতারা। তাঁরা এই প্রতিবন্ধকতা তৈরির প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে কোর্ট হিল আইনজীবী ভবনের সামনে এক সভায় এমন অভিযোগ করেন। এ সময় তাঁরা অবিলম্বে সসম্মানে চট্টগ্রাম থেকে চলে যেতে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের প্রতি আহ্বান জানান তাঁরা।

বক্তারা জেলা প্রশাসককে উদ্দেশ্য করেন বলেন, ‘অবিলম্বে সসম্মানে চট্টগ্রাম থেকে চলে যান। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের প্রতি ভালোবাসা দেখিয়ে নিজের স্বার্থসিদ্ধি করবেন না। আমরা বিরোধে যেতে চাই না। কিন্তু আইনজীবীদের সম্মান ক্ষুণ্ন করলে আমরাও ছেড়ে কথা বলব না।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ওই প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন, সাবেক সভাপতি রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমন চৌধুরী, মো কফিল উদ্দিন, বদরুল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ হাশেম, আইয়ুব খান, অশোক কুমার দাশ, নাজিম উদ্দিন, সাবেক মহানগর পিপি আব্দুস সাত্তার।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ