মেঘনা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে চারটিতে আওয়ামী লীগের প্রার্থী এবং বাকি চারটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগের মনোনীত বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মানিকারচর ইউনিয়ন পরিষদে (ইউপি) মো. জাকির হোসেন, গোবিন্দ পুর ইউপিতে মোহাম্মদ মাইনুদ্দিন (তপন), লুটের চর ইউপিতে মো. সানাউল্লাহ শিকদার ভোটে নির্বাচিত হন। অপর দিকে চন্দনপুর ইউপিতে আহসান উল্যাহর প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটে বিজয়ী হন।