হোম > ছাপা সংস্করণ

জুয়া বন্ধে ব্যবস্থা নেই

বাবুগঞ্জ প্রতিনিধি

বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে চলছে জমজমাট জুয়া আসর। কিন্তু তা বন্ধে কোনো ব্যবস্থা নেই। স্থানীয় প্রভাবশালীরা প্রশাসনকে ম্যানেজ করে জুয়ার আসর বসান বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা মিটিং ও কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল জোরালোভাবে জুয়ার আসর বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনকে বলেন। কিন্তু অদৃশ্য কারণে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

এক সূত্রে জানা যায়, দূর-দুরান্ত থেকে খেলোয়াড়েরা প্রতিদিন জুয়া খেলতে আসে কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতের দিয়া (বোয়ালিয়া) গ্রামে। দীর্ঘদিন জুয়ার আসর বসায় এলাকায় গরু চুরি থেকে শুরু করে ছিনতাই ও ঘর চুরির মতো অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। জুয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী ও সেবকদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এ জন্য বাবুগঞ্জ থানা-পুলিশের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরে আলম ব্যাপারীসহ অনেকে। অভিযোগ রয়েছে, জুয়ার আসরের নেতৃত্ব দিচ্ছেন ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম, স্থানীয় নুর বেল্লাল ভুলু, নুরে আলম ওরফে লুতফুর হাওলাদার প্রমুখ।

স্থানীয় ইউপি সদস্য মুসা আলী জানান, ইতিমধ্যে কেদারপুর ইউনিয়ন পরিষদে জুয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এটি বন্ধের জন্য জোরালো দাবি জানানো হয়েছে। কেদারপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় তাঁরা বসছেন। অভিযুক্ত আব্দুল আলিম জানান, তিনি কেদারপুর ইউনিয়নে জুয়া বসান না। তবে কেদারপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় জুয়া বসানোর কথা স্বীকার করেন তিনি।

কেদারপুর ইউপি চেয়ারম্যান নূরে আলম ব্যাপারী বলেন, ‘কেদারপুর ইউনিয়নের জুয়া বন্ধে বহুবার চেষ্টা করেছি। জানি না কোন অদৃশ্য কারণে থামছে না। আমি চাই কেদারপুর মাদক ও জুয়া মুক্ত হোক। প্রশাসন ইচ্ছে করলে সবকিছুই সম্ভব।’

ওসি মাহাবুবুর রহমান বলেন, ‘আমি থানায় যোগদানের পর ৫টি মামলায় বেশ কয়েকজনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ