বুড়িচং উপজেলার মনিপুর এলাকায় গ্রাহকদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চার কর্মচারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় মনিপুর গ্রামের তাজুল ইসলাম বাদী হয়ে ওই চারজনের নামে মামলা দায়ের করেছেন। গত শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টেকনিশিয়ান শাহ আলম (৫৫), অফিস সহায়ক রবিউল হোসেন (২৮), প্ল্যান্ট অপারেটর শফিকুর রহমান (৫০) ও গাড়িচালক আইয়ুব আলী (২৫)।
বাদী তাজুল ইসলাম জানান, গত শনিবার সন্ধ্যায় প্রাইভেটকারে করে চার থেকে পাঁচজনের একটি দল ওই এলাকার বিভিন্ন বাড়িতে যান। সেখানে তাঁরা বাড়ির মালিকদের কাছে টাকা দাবি করেন। নয়তো গ্যাস লাইনের রাইজার খুলে নেওয়া হবে বলে হুমকি দেন। বিষয়টি সন্দেহ হলে এলাকাবাসী তাঁদের আটক করে দেবপুর ফাঁড়ি পুলিশকে খবর দেন। পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে চাঁদাবাজির সাড়ে পাঁচ হাজার টাকা, চারটি মোবাইল ফোন ও একটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘আটক ব্যক্তিদের নামে গত শনিবার রাতে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছি।’ গতকাল রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সচিব খোরশেদ আলম বলেন, ‘এ বিষয়টি সম্পর্কে অবগত নই। এটা অ্যাডমিনের লোকজন বলতে পারবেন।’
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।