হোম > ছাপা সংস্করণ

ভোট গ্রহণের দায়িত্বে চেয়ারম্যান প্রার্থী

গৌরীপুর প্রতিনিধি

গৌরীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্ব পেয়েছেন দুই চেয়ারম্যান প্রার্থী। ইউপি নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের আমন্ত্রণের চিঠিতে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে মাওহা ইউপির চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) ও ভুটিয়ারকোণা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ রয়েছেন। তিনি প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন। আর সিধলা ইউপির চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) ও মনাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, এ তালিকা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে সরবরাহ করা হয়েছে। জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, তফসিলের আগে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী তালিকা সরবরাহ করা হয়েছে। ওই শিক্ষকেরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না এ বিষয়টি জানা ছিল না।

সিধলা ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামান বলেন, তিনি প্রায় দুই বছর যাবৎ এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন, প্রার্থিতার বিষয়টি গোপনীয় নয়। এ সময় তিনি অভিযোগ করে বলেন, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রমূলকভাবে কারও প্ররোচনায় এ কাজ করা হয়ে থাকতে পারে।

মাওহা ইউপির চেয়ারম্যান প্রার্থী গোলাম মোহাম্মদ বলেন, নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দিয়ে প্রার্থী হয়েছেন তিনি। তারপরও নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে কেন দায়িত্ব দেওয়া হয়েছে, এ বিষয়টি বোধগম্য নয় তাঁর কাছে।

গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার বলেন, তাঁদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি জানা ছিল না। এগুলো সংশোধন করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ