চট্টগ্রামের হালদা নদীর মোহনা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছয় হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে নৌ পুলিশ। গতকাল সোমবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে এসব জব্দ করা হয়।
এতে নেতৃত্ব দেন নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মেমিনূল ইসলাম ভূঁইয়া।
অভিযান পরিচালনাকারী পুলিশ সুপার মোহাম্মদ মেমিনূল ইসলাম ভূঁইয়া জানান, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ তথা দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর নিরাপত্তায় নৌ পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে হালদা নদীর মোহনা এবং আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ছয় হাজার মিটার সুতার তৈরি ভাসান জাল জব্দ করা হয়।
পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।