বলিউড তারকা জেরিন খান। ‘বীর’, ‘হেট স্টোরি থ্রি’, ‘আকসার টু’, ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’ চলচ্চিত্রের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। তবে তিনি নিজেকে সুন্দর রাখতে যেসব কাজ নিয়মিত করেন–
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মুখে বরফ ঘষেন।
বের হওয়ার আগে চুল শ্যাম্পু করে কন্ডিশনার লাগান ও ব্লো ড্রাই করেন।
দিনে মিনিমাল মেকআপ করেন।
রাতে চোখে ভারী মেকআপ ও গ্লসি লিপস্টিক ব্যবহার করেন।
ত্বক ব্রণমুক্ত রাখতে কিছুক্ষণ পরপর গরম পানি পান করেন।