হোম > ছাপা সংস্করণ

বলিউডের মেহুল হচ্ছেন পল্লবী

বলিউডে পা রাখছেন কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। কিছুদিন ধরেই কলকাতার সংবাদমাধ্যমগুলো বলছিল, রাজ শিগগিরই বলিউডে সিনেমা বানাচ্ছেন।

মাঝে রাজের একটি পোস্ট সেই গুঞ্জনকে সত্য প্রমাণ করে। রাজ পোস্টে লিখেছিলেন, বলিউড, আই অ্যাম কামিং। এরপর শোনা যাচ্ছিল সিনেমা নয়, হিন্দি ওয়েব সিরিজ নির্মাণ করবেন তিনি। রাজের হাত ধরে তাঁর স্ত্রী নায়িকা শুভশ্রীও বলিউডে পা দেবেন এমন খবরও রটে। তবে টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করেছে, শুভশ্রী নয়, রাজের হাত ধরে বলিউডে পা রাখছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। সিরিজ নয়, সিনেমাই হবে।

নিজের পরিচালিত কলকাতার  ব্লকবাস্টার ও বহুল প্রশংসিত সিনেমা ‘পরিণীতা’ রিমেক করবেন রাজ। কলকাতার সিনেমাটিতে অভিনয় করেছিলেন শুভশ্রী। পল্লবী অভিনয়

করবেন সেই চরিত্রে। অন্যান্য চরিত্রে কে কে অভিনয় করছেন তা এখনো ঠিক হয়নি। জানুয়ারিতে সিনেমার শুটিং শুরু হবে।

গল্পটা একটা অসমাপ্ত ভালোবাসার! দেখানো হয়েছিল একজন ম্যাচিউর মানুষের আবেগও কতটা তীক্ষ্ণ হতে পারে।

‘মেহুল’ যেন আমাদের চারপাশের অনেক মেয়েরই প্রতিচ্ছবি। দিনের পর দিন যে মেয়েটি কারণে-অকারণে একজনকে ভালোবেসে যায়। কিন্তু ‘ভালোবাসি’ এই কথাটাই মুখ ফুটে বলতে পারে না কখনো। না হওয়া সংসারের স্মৃতি অসংখ্য মেয়েরই আছে। কিন্তু সেই না হওয়া সংসার আর না পাওয়া মানুষের স্মৃতি বুকে নিয়ে কেউ একা জীবন কাটিয়ে দিতে পারে না। বাস্তবতা আরও কঠিন। নাটকের চেয়েও নাটকীয়। স্মৃতিগুলো ঠিকই থেকে যায় মনের অন্তরালে। তবুও কারও না কারও হাত ধরতে হয়, কাউকে পাশে নিয়ে পথ চলতে হয়। রোমান্টিক এই সিনেমায় অভিনয় করে শুভশ্রী পেয়েছিলেন একাধিক পুরস্কার। এবার পল্লবীর পালা।

অন্যদিকে আইকন স্টার আল্লু অর্জুনের আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা ‘পুষ্পা টু’তেও আছেন সাই পল্লবী। শিগগিরই শুটিং শুরু হবে সেই সিনেমারও।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ