রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) সিবিএ (কালেকটিভ বার্গেনিং এজেন্ট) নির্বাচনে অংশ নিচ্ছে ৩টি সংগঠন। ইতিমধ্যে চট্টগ্রামের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের পরিচালক এই নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আগামী ৩০ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকে শ্রমিক সংগঠনগুলোর নেতা-কর্মীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
কেপিএম-এর ব্যবস্থাপনা কর্মকর্তা সূত্রে জানা গেছে, সংগঠনগুলোর মধ্যে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (চাকা প্রতীক), কেপিএম ওয়ার্কার্স ইউনিয়ন (ছাতা প্রতীক) এবং কেপিএম এমপ্লয়িজ ইউনিয়ন (হাতুড়ি প্রতীক) নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। কেপিএমের জিএম (প্রশাসন) আনোয়ার হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সব ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
কেপিএম এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান জানান, নির্বাচিত হলে তাঁরা মিলের কাগজ বিক্রি, অডিট আপত্তি ও শ্রমিক-কর্মচারীদের উন্নয়নে কাজ করবেন।
কেপিএম ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন জানান, তাঁরা নির্বাচিত হলে বিভিন্ন বৈষম্য দূরীকরণসহ সব পারিবারিক বাসস্থান মেরামতের ব্যবস্থা গ্রহণ করবেন।
কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক (বর্তমান সিবিএ) আনোয়ার হোসেন বাচ্চু জানান, নির্বাচিত হলে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা হবে।