হোম > ছাপা সংস্করণ

মামলা না হলেও গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষক মহসিন আলী। প্রতারক চক্রের সক্রিয় এক নারী সদস্যের মিথ্যা অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তারের হুমকি দিচ্ছে বলে তাঁর অভিযোগ।

গত রোববার সন্ধ্যায় শহরের স্থানীয় বাসস্ট্যান্ড শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় শিক্ষক মহসীন আলী বলেন, বগুড়া জেলার ধুনট উপজেলার প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং স্বামী পরিত্যক্তা এক নারীকে যৌন হয়রানির অভিযোগে উপজেলার বড়চাপড়া মধ্যপাড়া গ্রামের আতিকুর রহমানের বিরুদ্ধে ২১ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তে তিনিসহ (মহসিন আলী) অভিযুক্ত চারজনের কারও বিরুদ্ধে জড়িত থাকার সত্যতা পায়নি পুলিশ। তাই অভিযোগটি অদ্যাবধি মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। অথচ ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর থেকে বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন তাঁকেসহ (মহসীন আলী) অন্যান্য অভিযুক্তকে নানাভাবে হয়রানি করছেন। সেই সঙ্গে সবাইকে গ্রেপ্তার করার হুমকি-ধমকি দেওয়া অব্যাহত রেখেছেন। এমনকি প্রতিপক্ষ প্রতারক চক্রের সঙ্গে যোগসাজশ করে এই পুলিশ কর্মকর্তা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের আপস-মীমাংসার দুই লাখ টাকা পরিশোধে টালবাহানা করছেন অভিযুক্তরা। তাই তাঁদের গ্রেপ্তার করার জন্য সংশ্লিষ্ট শেরপুর থানা-পুলিশকে বলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ