সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২৮ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল ও ১৯ বোতল বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গতকাল মঙ্গলবার রাতে চিটাগাং রোড এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার বরুড়ার শিলমুড়ি এলাকার মো. মমিন মিয়া মজুমদার, সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকার মো. শরীফ মিয়া ও একই এলাকার মো. জাহিদুল।
গতকাল দুপুরে ঢাকার টিকাটুলীতে অবস্থিত র্যাব-৩-এর সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।