নারায়ণগঞ্জের সোনারগাঁয় কিশোর শুভ (১৬) নামে এক ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী ইউপি সদস্য রোকসানার বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার আহতের ভাই মিলন মিয়া রোকসানা ও তাঁর স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় এ মামলা করেন।
আহত কিশোর শুভ সাদিপুর ইউনিয়নের বেইলর গ্রামের অহিদ মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় ইউপি সদস্য রোকসানা ও তাঁর স্বামী গোল আহম্মদের নেতৃত্বে রাসেল মিয়া, রাজু মিয়া ও তাজুল মিয়াসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জন সন্ত্রাসী দেশি অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে মিলনের ভাই শুভকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকার শুনে মিলন মিয়া ও তাঁর মা সেলিনা বেগম এগিয়ে এলে বিবাদীরা তাঁদের পিটিয়ে জখম করে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’