সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখান্দ্ মারা গেছেন ২০১৭ সালে। কিন্তু তাঁর অমর সৃষ্টিগুলো এখনো শ্রোতার হৃদয়ে জায়গা করে আছে। জীবনের শেষ সময় পর্যন্ত গানের সঙ্গেই যুক্ত ছিলেন তিনি। শিল্পী রন্টি দাশ জানিয়েছেন, এই কিংবদন্তির সুর করা সর্বশেষ গানটি গেয়েছেন তিনি। গানের কথা লিখেছেন সেজান মাহমুদ, সংগীতায়োজন করেছেন আশিকুজ্জামান টুলু। শিরোনাম ‘আমি একা হলেই বুঝি’।
লাকী আখান্দের সুর করা শেষ গানটি গাইতে পেরে আবেগাপ্লুত রন্টি দাশ। তিনি বলেন, ‘এটা মূলত সেজান মাহমুদ ভাইয়ের প্রজেক্ট। তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল গত বছর। একটি সাক্ষাৎকারে তিনি আমার গান শুনেছিলেন। এরপর নিজেই আমাকে এই গানের কথা জানান। যেহেতু লাকী স্যারের শেষ সুর, তাই আমি দারুণ আগ্রহ নিয়ে গানটি করেছি।’