হোম > ছাপা সংস্করণ

রন্টির কণ্ঠে লাকী আখান্দের শেষ গান

সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখান্দ্‌ মারা গেছেন ২০১৭ সালে। কিন্তু তাঁর অমর সৃষ্টিগুলো এখনো শ্রোতার হৃদয়ে জায়গা করে আছে। জীবনের শেষ সময় পর্যন্ত গানের সঙ্গেই যুক্ত ছিলেন তিনি। শিল্পী রন্টি দাশ জানিয়েছেন, এই কিংবদন্তির সুর করা সর্বশেষ গানটি গেয়েছেন তিনি। গানের কথা লিখেছেন সেজান মাহমুদ, সংগীতায়োজন করেছেন আশিকুজ্জামান টুলু। শিরোনাম ‘আমি একা হলেই বুঝি’।

লাকী আখান্দের সুর করা শেষ গানটি গাইতে পেরে আবেগাপ্লুত রন্টি দাশ। তিনি বলেন, ‘এটা মূলত সেজান মাহমুদ ভাইয়ের প্রজেক্ট। তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল গত বছর। একটি সাক্ষাৎকারে তিনি আমার গান শুনেছিলেন। এরপর নিজেই আমাকে এই গানের কথা জানান। যেহেতু লাকী স্যারের শেষ সুর, তাই আমি দারুণ আগ্রহ নিয়ে গানটি করেছি।’

২০০৬ সালে রন্টি যখন ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় ছিলেন, তখন শুরুর দিকে একটি পিয়ানো রাউন্ড ছিল। সেই রাউন্ডে লাকী আখান্দের সুরে সামিনা চৌধুরীর গাওয়া ‘কবিতা পড়ার প্রহর’ গানটি গেয়েছিলেন রন্টি। ওই অনুষ্ঠানে লাকী আখান্দের তত্ত্বাবধানেই গানটি কণ্ঠে তুলেছিলেন তিনি। রন্টি বলেন, ‘সেই স্মৃতি এখনো জ্বলজ্বল করে মনে। আমি ভাগ্যবান যে, এই সময়ে এসে তাঁর সুর করা শেষ গানটি গাইতে পেরেছি। যাঁরা লাকী স্যারকে ভালোবাসেন, যাঁরা তাঁর সুর ভালোবাসেন, তাঁদের কাছে এই গান ভিন্ন এক ভালো লাগার সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস। আমি নিজেও উদ্‌গ্রীব হয়ে আছি গানটি প্রকাশের।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ